মাদারীপুর সংবাদদাতা
রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হলে আবারও ওয়ান ইলেভেন গঠন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বুধবার বিকেলে মাদারীপুরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে খায়রুল কবির খোকন বলেন, “ওয়ান ইলেভেন বুঝতে পারে যে ২০০৭ সালে আওয়ামী লীগ সরকারের সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাসনের চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানকে তৃতীয় তলা থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং তার হাড় ভেঙে দেওয়া হয়েছিল। তাই, আমাদের মধ্যে যদি কোনও বিভেদ তৈরি হয় তবে ১১তম ঘটনাটি ঘটবে।”
তিনি বলেন, ‘বর্তমান সরকারের রাজা দল হল এনসিপি, তারা সরকারে না থাকলেও সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে, তারা প্রটোকল পাচ্ছে, ডিসি, এসপি, ওসির মতো বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সুযোগ-সুবিধা পাচ্ছে এবং তারা ব্যবসা থেকে শুরু করে পাঁচ তারকা হোটেল পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করছে। তারা বলছে যে সংস্কার ও ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন হতে দেবে না। আমরা বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ১৬ বছর ধরে লড়াই করেছি। জাতীয় নির্বাচনের জন্য অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনই নিরাপদ নয়।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে এবং মাদারীপুর জেলা সদস্য সংগঠন ও নবায়ন কমিটির সদস্য সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খোন্দকার মাশুকুর রহমান মাসুক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম শিক্ষা সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম শিক্ষা সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক জামিনুল হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ প্রমুখ।