অনলাইন ডেস্ক
নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কীভাবে সেখানে পৌঁছেছিলেন এবং তার মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।
নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, লাশ দেখার পর ধারণা করা হচ্ছে তার মৃত্যু একদিন আগে হয়েছে। লাশটি কিছুটা বিকৃত হতে শুরু করেছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে বিভুরঞ্জন সরকারের পরিবার তাকে খুঁজে পায়নি। নিখোঁজের ঘটনায় তার ছেলে ঋত সরকার রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঋত সরকার জানান, বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ রাজধানীর সিদ্ধেশ্বরী বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। বাসা থেকে বের হওয়ার সময় তিনি ভুলে মোবাইলটি বাসায় রেখে যান। অফিসে যোগাযোগ করা হলে জানা যায় তিনি সেখানে যাননি। এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে রমনা থানায় একটি নিখোঁজের জিডি করা হয়েছে।
এদিকে, নিখোঁজ হওয়ার আগে গতকাল সকালে বিভুরঞ্জন সরকার বিডিনিউজ২৪-কে একটি খোলা চিঠি লিখেছিলেন। সংবাদমাধ্যমটি আজ এই খোলা চিঠিটি প্রকাশ করেছে।
বিভুরঞ্জন সরকারের জন্ম ১৯৫৪ সালে। ষাটের দশকের শেষের দিকে স্কুলে পড়ার সময় তিনি দৈনিক আজাদের জেলা সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন। তিনি দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চালতি পত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময়, সাপ্তাহিক যায়যায় দিনে ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে লেখা তাঁর রাজনৈতিক প্রবন্ধগুলি পাঠকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
#সাংবাদিক #বিভুরঞ্জন #সরকার #লাশ #উদ্ধার
newsvision.net