স্টাফ রিপোর্টার
‘আমরা যুগপৎ আন্দোলনে যাচ্ছি না।কারণ নিম্নকক্ষে পিআর চায় না এনসিপি’ বলেছেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, । শুক্রবার দুপুরে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি সংগঠনের অবস্থান প্রকাশ করেন। নাহিদ ইসলাম বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে কোনো জোট গড়ারও ইচ্ছে নেই আমাদের।। স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি।
ডাকসু ও জাকসুতে এনসিপি সমর্থিত প্যানেলের নির্বাচনী ফলাফলকে দুঃখজনক আখ্যা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে- এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা যে প্যানেলগুলোকে সমর্থন দিয়েছিলাম, তারা আশানুরূপ ফল করতে পারেনি। এ কারণে আমরা নিজেরা ভাবছি, এই এক বছরে কী হলো, কেন আমরা পারলাম না, আমাদের ব্যর্থতা কোথায় ছিল। এ নিয়েই আমাদের মধ্যে আত্মসমালোচনা ও আত্মমূল্যায়ন করতে হবে। সাংগঠনিকভাবে আমরা যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করতে পারিনি।
নাহিদ ইসলাম বলেন, দলের ভিত্তি মজবুত করতে আমরা এবার প্রতিটি উপজেলায় যাব। আমাদের উঠান বৈঠক নামে কর্মসূচি চলমান রয়েছে। জাতীয় নাগরিক পার্টির যে ২৪ দফা কর্মসূচি নিয়েছে, সেগুলো নিয়ে আমরা মানুষের দুয়ারে পৌঁছে দিবে।