মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পিআর ইস্যু নিয়ে দলীয় মতামত প্রকাশ করলেন মির্জা ফখরুল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার: সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে যা বললেন প্রেস সচিব এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার তিনটি জাতীয় নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের জিম্মি মুক্তির আগে তেল আবিবে বিশাল সমাবেশ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে টিকা পাবে : স্বাস্থ্য অধিদফতর

প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রেস সচিব
প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট

প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন- এমন কথা কোথাও বলেননি বলেই দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

এতে শফিকুল আলম লেখেন, ‘কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে প্রধান উপদেষ্টা রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে এই সফরের বিষয়ে বাসস বা কোনো সংবাদপত্র আমার সঙ্গে যোগাযোগ করেনি।’

তিনি লেখেন, ‘বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। আমি আরও বলেছিলাম, সফরকালে তিনি (প্রধান উপদেষ্টা) কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।’

প্রেস সচিব আরও লেখেন, ‘সংবাদ সম্মেলনে আমি কোথাও বলিনি, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবে এমন কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত ছিল না।’ পোস্টের শেষে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে বলেও আশা প্রকাশ করেছেন শফিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট