বিনোদন ডেস্ক
প্রকাশ্যে শুভ-ঐশীর গাঁড় চুম্বন মুহূর্তের ভিডিও ভাইরাল হলেও তারা আগেই জানিয়েছেন- তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। অনেক দিন খবরের আড়ালে ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ; সঙ্গে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীও। সম্প্রতি হঠাৎ আলোচনায় আসেন কয়েকটি ছবি ঘিরে। গুঞ্জন রটে, চুটিয়ে প্রেম করছেন এই দুই তারকা। ছবিগুলো ঘিরে যখন আলোচনা তুঙ্গে তখন জানা যায়, শুভ-ঐশী অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আর এটি তারই প্রচারণার অংশ। রোমান্টিক আবহে তোলা সেই ছবি দিয়েই নতুন করে আলোচনায় আসেন তারা। এর মধ্যেই আবার নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের অন্তরঙ্গ গাঁড় চুম্বন মুহূর্তের একটি ভিডিও ক্লিপ।

ভিডিওতে দেখা যায়, নদীর ধারে কাশবনের মাঝে ঐশীকে চুম্বন করছেন আরিফিন শুভ। খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি মূলত ‘নূর’র একটি গানের অংশ। যদিও এখনও সিনেমাটির কোনো গান প্রকাশ পায়নি। এর আগেই অজ্ঞাত কেউ গানের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়।
বলা দরকার, রায়হান রাফী পরিচালিত ‘নূর’ মুক্তি পাবে ওটিটিতে। তবে কোন প্ল্যাটফর্মে এবং কবে মুক্তি পাবে- সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এদিকে আরিফিন শুভ কাজ বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এটি নির্মাণ করছেন সাইফ চন্দন। এতে শুভর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। অন্যদিকে ঐশী সম্প্রতি শেষ করেছেন নতুন সিনেমা ‘সোলজার’র শুটিং। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ।